গাঙ্গুলিকে পেছনে ফেললেন ‘অধিনায়ক’ কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২২ আগস্ট ২০১৮

সৌরভ গাঙ্গুলি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন। বিরাট কোহলিও কি সেই পথেই এগুচ্ছেন? পরিসংখ্যান বলছে, ব্যাটিংয়ে তিনি দেশের কিংবদন্তিদের কাতারে চলে গেছেন ইতোমধ্যে। এবার অধিনায়ক হিসেবেই গাঙ্গুলিকে পেছনে ফেললেন ভারতের এই রানমেশিন।

প্রথম দুই টেস্টে হার। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টটি হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হতো। এমন সময়ে এসে দারুণভাবে ঘুরে দাঁড়াল বিরাট কোহলির ভারত। অধিনায়ক কোহলি দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন, পারফর্ম করলেন একেবারে যোগ্য অধিনায়কের মতো।

ট্রেন্ট ব্রিজে ২০৩ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ফিরেছে ভারত। এটি ছিল অধিনায়ক কোহলির ২২তম টেস্ট জয়। ভারতের ক্রিকেট ইতিহাসে কোনো অধিনায়কের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ড এখন কোহলির দখলে।

৩৮ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ২২টিই জিতিয়েছেন কোহলি। এতে করে ৪৯ টেস্টে ২১টিতে জয় পাওয়া সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলেছেন তিনি। ৬০ টেস্টে ২৭ জয় নিয়ে এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।