সিপিএলে মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২২ আগস্ট ২০১৮

জাতীয় দলে তাকে সচরাচর বোলিং করতে দেখা যায় না। তবে বিদেশি লিগগুলোতে ব্যাটসম্যান মাহমুদউল্লাহর চেয়ে যেন বোলার মাহমুদউল্লাহরই কদর বেশি। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আরও একবার দেখা গেল তার অফস্পিন জাদু।

সিপিএলে সেন্ট লুসিয়া স্টারসকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যে জয়ে বেশ ভালোভাবেই অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার।

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। যার মধ্যে একটি ওভার ছিল মেডেন। রাহকিম কর্নওয়ালকে ৪ এবং লেন্ডল সিমন্সকে ২ রানে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশি অফস্পিনার।

তবে মাহমুদউল্লাহর দলে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শেলডন কোট্রেল। ১৪ রানে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচান ১৩ রানে নেন দুই উইকেট।

বল হাতে ঝলক দেখানোর পর অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মাহমুদউল্লাহর। ডেভন থমাসের হার না মানা ৩৮ রানে ৭৪ বক বাকি থাকতেই জয় তুলে নেয় সেন্ট কিটস।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।