ঈদে দুটি গরু কোরবানি করবেন মোস্তাফিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২০ আগস্ট ২০১৮

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আজহা। এই ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎযাপন করতে ছুটিতে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়িতে এসেছেন তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। ঈদ-উল আজহায় দুটি গরু কোরবানি দেবেন কাটার মাস্টার। গ্রামের বাড়িতে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

মোস্তাফিজুর রহমানের সেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু জাগো নিউজকে বলেন, ‘এবারের ঈদে দুটি গরু কিনেছে মোস্তাফিজ। যার একটির মূল্য ১ লাখ ১০ হাজার টাকা ও অপরটির মূল্য দেড় লাখ টাকা। কোরবানীর পর গরীব-দুঃখী মানুষের মাঝে গোস্ত বিতরণ করবে মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে ১১ আগস্ট বাড়িতে এসেছে মোস্তাফিজ। ঢাকায় ফিরবে ঈদের পর, আগামী ২৬ আগস্ট।

ঈদ উৎযাপনের পরিকল্পনা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা হয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। জাগো নিউজকে তিনি বলেন, ‘ঈদে বিশেষ কোন পরিকল্পনা নেই। তবে সকালে তেঁতুলিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করবো। এরপর দুটি গরু কোরবানি দিবো। কোরবানির পর গরীব-দুঃখীদের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় পার করবো। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোন পরিকল্পনা এখনো নেই।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘সকল ভক্ত ও দেশবাসীকে জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা।’

আকরামুল ইসলাম/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।