স্বাগতিকদের বিশাল লিডের নিচে চাপা দেয়ার পথে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২০ আগস্ট ২০১৮

এজবাস্টন ও লর্ডস টেস্টে ব্যর্থতার পর ট্রেন্টব্রিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা ভারতীয়রা তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনেই নিয়েছে ২৯২ রানের লিড, হাতে রয়েছে ৮ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান করা ভারত বোলিংয়ে নেমে ১৬১ রানেই গুটিয়ে দেয় স্বাগতিকদের। মাত্র ৩৮.২ ওভারে শেষ হয়ে যায় ইংলিশদের ইনিংস। ১৬৮ রানের লিড নিয়ে দিনশেষে ২ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। কিন্তু দুজনের কেউই ছুঁতে পারেননি ব্যক্তিগত অর্ধশত। ধাওয়ান ৪৪ ও রাহুল করেন ৩৬ রান।

দিন শেষে ৩৩ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পুজারা। অধিনায়ক বিরাট কোহলি আবার ব্যাট হাতে নামবেন ৮ রান নিয়ে।

এর আগে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত স্পেলে ৫৪ রানের উদ্বোধনী জুটির পরেও মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২৮ রান খরচায় পাঁচ উইকেট নেন পান্ডিয়া।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।