ভারতের অর্ধেকও করতে পারল না ইংল্যান্ড
আগে ব্যাট করতে নেমে লড়াই করেছে ভারতের ব্যাটসম্যানরা, সেই ধারা বজায় রেখে বল হাতে স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরেছেন বোলাররা। ভারতের করা ৩২৯ রানের জবাবে দ্বিতীয় দিনের চা বিরতির মধ্যেই মাত্র ১৬১ রান অলআউট হয়েছে ইংল্যান্ড। ১৬৮ রানের লিড নিয়েছে ভারত।
ট্রেন্টব্রিজে ম্যাচের প্রথম দিনে আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলির ব্যাটে ভালো শুরু পেয়েছিল ভারত। কিন্তু টপঅর্ডারের পর লেট মিডলঅর্ডারেও আসেনি তেমন সহায়তা। ফলে প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করা ভারত দ্বিতীয় দিনে বাকি ৪ উইকেটে যোগ করতে পেরেছে মাত্র ২২ রান।
প্রথম দিনে দারুণ শুরু করা অভিষিক্ত রিশাভ পান্ত ফিরে যান ব্যক্তিগত ২৪ রানে। এরপর বাকি তিনজন সাজঘরে ফিরতে খরচ করেন মাত্র ৪ ওভার। ৩টি করে উইকেট নেন জিমি এন্ডারসন, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। বিরাট কোহলির উইকেটটি নেন লেগস্পিনার আদিল রশিদ।
এর আগে প্রথম দিনে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার ‘নার্ভাস নাইন্টি’তে আটকা পড়েন তিনি। এছাড়া আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৮১ রান।
ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। টপঅর্ডারের প্রত্যেকেই দুই অঙ্ক স্পর্শ করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। অ্যালিস্টার কুক, ২৯, কিটন জেনিংস ২০, জো রুট ১৬, অলিল পোপ ১০, জনি বেয়ারস্টো ১৫ ও বেন স্টোকস ১০ রান করেন।
একপর্যায়ে ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু শেষ উইকেট জশ বাটলারের সাহসী ব্যাটিংয়ে ৩৩ রান পায় স্বাগতিকরা। ৩ চার ও ২ ছক্কার মারে মাত্র ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন বাটলার। তবু ভারতের ৩২৯ রানের অর্ধেক রানও করতে পারেনি ইংল্যান্ড। ১৬১ রানেই থেমে যায় তাদের ইনিংস।
ইংলিশদের অল্পতেই গুঁড়িয়ে দেয়ার মূল কৃতিত্ব পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন তিনি। ৬ ওভারে ২৮ রান খরচায় ৫ উইকেট যায় তার নামের পাশে। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা নেন একটি করে উইকেট।
এসএএস/জেআইএম