আগের সময়েই হবে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৯ আগস্ট ২০১৮

আগামী মাসে আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের সূচিকে ঘিরে দেখা দিয়েছিল জটিলতা। পরপর দুই দিনে দুই ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। ফলে সূচি পরিবর্তনের ব্যাপারে আলোচনার কথা ভেবেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

তবে আলোচনার পরেও যে ভারতের পক্ষে কোন রায় আসেনি তা জানা গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সিইও রাহুল জহুরির কথায়। বিসিসিআইয়ের সিইও জানিয়েছেন সবকিছু প্রস্তুত হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোন পরিবর্তন আনা সম্ভব নয়। তবে এই ব্যস্ত সূচিতে ভারত এশিয়া কাপে অংশ নেবে কিনা সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।

এশিয়া কাপের জন্য ঘোষিত সূচিতে আগামী ১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সাথে নিজেদের প্রথম খেলবে ভারত। পরদিনই বিরাট কোহলির সামনে পড়বে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এর আগে আবার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে তারা।

এমন আঁটসাঁট সূচির কারণে ভারতীয় ক্রিকেট বোদ্ধাদের অনেকেই দাবী তুলেছিলেন নতুন করে এশিয়া কাপের সূচি সাজাতে। কিন্তু রাহল জহুরি জানিয়ে দিয়েছেন আগের সূচিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আগের সময়েই মাঠে গড়াবে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।