২০২০ সালের বিপিএল মার্চে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৩ আগস্ট ২০১৮

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০১৮ সালের বিপিএলটা পিছিয়ে চলে গেছে ২০১৯ সালের জানুয়ারিতে। ফলে বিপিএলের একটি আসর বিরতি পরেই যাচ্ছে। পরের বিপিএলটা হবে ২০২০ সালের মার্চে, এমনটাই জানালেন বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জাতীয় নির্বাচন হতে পারে ডিসেম্বরে। সেই বিষয়টি মাথায় রেখে এ বছরের বিপিএল আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে আগেই। ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে আবার টাইগারদের নিউজিল্যান্ড সফর। সেজন্য ফেব্রুয়ারির মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চিন্তাভাবনা।

জালাল ইউনুস এসব নিয়ে বলেন, 'আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে বিপিএল ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই তারিখটিই থাকছে। এখন আমাদের আর কিছু করার নেই। আপনারা জানেন যে নিউজিল্যান্ডে যাবে দল। এর আগে কোন স্লট নেই। এর মধ্যে হয়তো নভেম্বর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। ঠিক কবে নির্বাচন হবে তার সঠিক তারিখও আমরা জানি না। এই কারণে একটি সেফ সাইড চিন্তা করে আমরা ৫ই জানুয়ারি ঠিক করেছি। একটা অসুবিধা হতে পারে যে আমরা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারকে পাচ্ছি না। তাদের অনেকের ব্যস্ত সূচি থাকতে পারে। তবে এর মধ্যেই আমাদের মানিয়ে নিতে হবে।'

এবারের বিপিএল ২০১৯ সালে হলে, ওই বছরেরটা কবে হবে? অক্টোবর-নভেম্বরে কি সম্ভব? জালাল ইউনুস জানালেন, সেক্ষেত্রে পরের বছরই (২০২০) আরেকটি আসর আয়োজন করতে হবে। তার ভাষায়, 'মার্চে বিপিএল অনুষ্ঠিত হবে ২০২০ সালে। কারণ আমরা এক ফাইনান্সিয়াল ক্যালেন্ডারে দুটি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছি না। যেহেতু এবারের আসরটি জানুয়ারিতে চলে এসেছে, তার মানে ২০১৯ সালে চলে আসছে পরবর্তী বিপিএলটি। সেই কারণে আমরা ২০২০ সালে আরেকটি বিপিএল করবো।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।