ভারতের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই স্টোকস!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৩ আগস্ট ২০১৮

ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারির মামলা এখনও কাঁধে বয়ে বেড়াচ্ছেন বেন স্টোকস। কোর্টে হাজিরা থাকায় লর্ডসে গত টেস্টে খেলতে পারেননি ইংলিশ এই অলরাউন্ডার। এবার সিরিজের তৃতীয় টেস্টেও স্টোকসকে না রাখার কথা জানিয়েছে ইংলিশ টিম ম্যানেজম্যান্ট। এমনকি পরের দুই টেস্টেও তাকে দলে রাখা হবে কি না, নিশ্চিত নয়।

ব্রিস্টল ক্রাউন কোর্টে স্টোকসের মামলার শুনানি সোমবারেও চলেছে। বুধবারের আগে সেটা শেষ হবে বলে মনে হচ্ছে না। এর ২৪ ঘন্টার মধ্যেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দল ঘোষণা করবে ইংলিশরা। স্বভাবতই স্টোকসের সেখানে থাকার সম্ভাবনা নেই।

বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ৩১ রানের জয়ে বড় অবদান ছিল স্টোকসের। বিরাট কোহলিসহ দ্বিতীয় ইনিংসে ভারতের ৪টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের অভাব একেবারেই টের পায়নি ইংল্যান্ড।

স্টোকসের বদলে খেলতে নেমে ব্যাটে বলে দ্যুতি ছড়িয়েছেন ক্রিস ওকস। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর স্টোকসকে আপাতত দলে নেয়ার কথা ভাবছে না ইংলিশরা। যেহেতু মামলা প্রক্রিয়াধীন আছে, সেই ঝামেলায় কেনই যেতে চাইবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)!

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।