সব মিলিয়ে সফল একটা সফর : দেশে ফিরে সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩ এএম, ০৯ আগস্ট ২০১৮

বিদেশের মাটিতে এমন পারফরম্যান্স সচরাচর দেখা যায় না। টেস্ট সিরিজে হতাশার শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। বাংলাদেশ এবার সেটাই করে দেখিয়েছে। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতে তবেই দেশে ফিরেছে টাইগাররা। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সবমিলিয়ে এটাকে সফল এক সফরই মনে করছেন।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ট্রফি নিয়ে আজ সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। পঞ্চপাণ্ডবের চারজন-মাশরাফি, মুশফিক, তামিম আর মাহমুদউল্লাহ দলের সঙ্গে দেশে না ফিরলেও সাকিব আল হাসানসহ ৯ জন ক্রিকেটার এসেছেন।

দেশে ফিরে এই সফরের পারফরম্যান্সে সন্তুষ্টিই প্রকাশ করেছেন সাকিব। তিন সিরিজের মধ্যে দুটি ট্রফি জয় এবং সিনিয়রদের পারফরম্যান্সেও স্বস্তির কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।

ক্যারিবীয় সফরের প্রাপ্তি নিয়ে সাকিব বলেন, ‘হ্যাঁ, সব মিলিয়ে বলতে গেলে এই ট্যুরটা সফল বলতে হবে। তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।’

টেস্ট সিরিজে না হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন সাকিব। নিজের পারফরম্যান্স নিয়েও তুষ্ট বাংলাদেশ দলপতি, ‘নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভালো হতো। ওভারঅল যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।’

সামনের মাসেই এশিয়া কাপ। সফল একটি সফর শেষ করার আত্মবিশ্বাস এই টুর্নামেন্টে কতটা কাজে দেবে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভালো সিরিজের পর আমি বিশ্বাস করি, এখান থেকে হয়ত নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারব। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।’

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।