৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকার টার্গেট ৩০৮ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৮ আগস্ট ২০১৮

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ ওয়ানডেটিকে। বৃষ্টির কারণে সময়মতো ম্যাচ শুরু করা যায়নি। শুরু করেও একটু পর পর ম্যাচ বন্ধ রাখতে হয়েছে। কয়েক দফায় ওভার কমে ম্যাচটি হয়ে গেছে ৩৯ ওভারের। তবে ছোট হয়ে আসা ম্যাচে ব্যাট হাতে ভালোই তাণ্ডব দেখিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা।

৩৯ ওভারেই ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মারপ্যাঁচে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়িয়েছে ৩০৮ রানের।

টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতে খোলসবন্দী থাকলেও পরে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছে। ব্যাটসম্যানদের সবাই প্রায় রান পেয়েছেন। বাদ যাননি লোয়ার অর্ডারে দাসুন শানাকাও। তিনিই সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা খেলেছেন। আট নাম্বারে নেমে ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৫ রান করেন শানাকা।

৩২ বলে ৫১ রান করেন কুশল পেরেরা। থিসারা পেরেরা করেন ৪৫ বলে হার না মানা ৫১। এছাড়া দুই ওপেনার উপুল থারাঙ্গা ৩৬ আর নিরোশান ডিকভেলা করেন ৩৪ রান।

জবাব দিতে নেমে অবশ্য ভালো সূচনা করেছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা আর কুইন্টন ডি ককও। ২ ওভারেই ২১ রান তুলে ফেলেছেন তারা। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।

প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ম্যাচ তাই ডেড রাবারে পরিণত হয়েছে। তবে ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কা এড়াতে আজ জয়ের দিকেই চোখ থাকছে লঙ্কানদের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।