তবুও সৌম্যর ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৬ আগস্ট ২০১৮

টানা ব্যর্থতা ও অফফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সফরের টেস্ট ও ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে ডাকা হয় তাকে। খেলানো হয় সিরিজের সব ম্যাচেই।

কিন্তু টিম ম্যানেজম্যান্টকে আবারো হতাশ করে তিন ম্যাচে সবমিলিয়ে ১৯ (০, ১৪ ও ৫) রান করতে সক্ষম হয়েছেন সৌম্য। শেষ ম্যাচে বল হাতে নিয়েছেন একটি উইকেট। তিন ম্যাচে সৌম্যর আউট হওয়ার ধরণগুলোও ছিল বেশ দৃষ্টিকটু। কাজে লাগাতে পারেননি নিজের এই সুযোগটাকে।

তবুও বাঁহাতি এই ড্যাশিং ওপেনারের ব্যাপারে হাল ছাড়তে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সোমবার মোহাম্মদপুরে নিজ বাসায় সংবাদ মাধ্যমের মুখোমুখি দলের সাফল্য ও অধিনায়ক সাকিবের পারফরম্যান্স সম্পর্কে নিজের মূল্যায়ন করেন নান্নু।

এসময় কথার ফাঁকে চলে আসে সময় সৌম্য সরকারের প্রসঙ্গ। প্রধান নির্বাচক সৌম্য প্রসঙ্গে জানান, ‘সিরিজ যখন সমতায় এসেছে, তখন সৌম্য সরকারের বিষয় নিয়ে কোচের সাথে একটা আলোচনা হয়েছে। তারপর শেষ ঘন্টা পর্যন্ত সিদ্ধান্ত ঝুলেছিল সৌম্য খেলবে কি খেলবেনা। শেষ মুহূর্তে অধিনায়কই তার পছন্দে তাকে নিয়েছে। মূলত উইনিং স্কোয়াডটা বদলাতে চায়নি দল।’

প্রধান নির্বাচক মানছেন সৌম্য ফর্মে নেই। তাইতো তার মুখে এমন কথা, ‘সৌম্য সরকারের ফর্ম নিয়ে শুরু থেকেই আমরা চিন্তিত ছিলাম। এ কারণে তাকে ‘এ’ দলে নিয়েছি। ’

এখনকার সৌম্যকে নিয়ে প্রশ্ন থাকলেও ফর্মে থাকা সৌম্যকে নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই। এখনো সৌম্যর প্রতি নিজের আশার কথা জানিয়ে নান্নু বলেন, ‘সৌম্যর আগের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ আগে সে ভালো পারফরম্যান্স করেছে। সব মিলিয়ে আমি মনে করি, ওর বয়স কম আছে। ওর মধ্যে প্রতিভা আছে। আমরা আশা করি খুব দ্রুতই সে জাতীয় দলে ফর্ম ফিরে পাবে। এটা দলের জন্যও কাজে লাগবে।’

এআরবি/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।