ম্যাচ সেরা লিটন, সিরিজ সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৬ আগস্ট ২০১৮

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ফরম্যাটে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল এক গৌরবই বটে। এমন এক সিরিজ জয়ে অসাধারণ অবদান রাখলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সিনিয়ররাই অগ্রগামী। তবে, শেষ ম্যাচে এসে জুনিয়রদের মধ্য থেকেও বেরিয়ে এলো ম্যাচ উইনার।

উদীয়মান ব্যাটসম্যান লিটন কুমার দাস অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের বিশাল সংগ্রহে সবচেয়ে বড় অবদান রাখেন। সিরিজের সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের রানকে নিয়ে যান ১৮৪ রানে। যেখানে তার অবদান ৬১ রান। ২৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন কুমার দাস।

তবে, দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শন করার জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ম্যাচে ১০৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৬০ রান। উইকেট নিয়েছেন ৩টি। তবে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন তিনি। যদিও তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

ম্যাচের সেরা ব্যাটসম্যান, দ্রুততম হাফ সেঞ্চুরিসহ কয়েকটি পুরস্কারও ওঠে লিটন কুমার দাসের হাতে।

আইএইটএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।