অশ্বিন-ইশান্তে দিশেহারা ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৩ আগস্ট ২০১৮

ঘরের মাঠটাই যেন অচেনা ঠেকছে ইংল্যান্ডের কাছে। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি কিংবা ইশান্ত শর্মার গতি, কোনো কিছুই ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না ইংলিশরা। এই যুগলের তোপে এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৮৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে জো রুটের দল। তাদের লিড তখন ৯৯ রানের।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৭ রানের জবাবে ২৭৪ রানে অলআউট হয় ভারত। বিরাট কোহলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বিপদে পড়া দলকে লড়াকু অবস্থানে নিয়ে যান। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলেই হোঁচট খায় ইংল্যান্ড। ৯ রান তুলতেই তারা হারিয়ে বসে অ্যালিস্টার কুককে।

১ উইকেটে ৯ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা তৃতীয় দিনেও ভারতীয় বোলারদের তোপের সামনে দাঁড়াতে পারেনি। এবারও টপ অর্ডারের ঘাতক সেই রবিচন্দ্রন অশ্বিন। আগের দিন কুককে বোল্ড করা ভারতীয় অফস্পিনার এদিন তুলে নিয়েছেন কেটন জেনিংস (৮) আর ইংলিশ ব্যাটিংয়ের স্তম্ভ জো রুটকে (১৪)।

পরের ধাক্কাটা দিয়েছেন ইশান্ত শর্মা। ভারতীয় পেসারের দুর্দান্ত সুইংয়ে পরাস্ত হয়ে একে একে সাজঘরের পথ ধরেছেন ডেভিড মালান (২০), জনি বেয়ারস্টো (২৮) আর বেন স্টোকস (৬)। রুট ফেরার পর চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়েছিলেন মালান আর বেয়ারস্টো। দুজনই প্রায় সেট হয়ে গিয়েছিলেন। ইশান্ত তাদের ফিরিয়ে দেয়ায় প্রতিরোধ গড়া হয়নি ইংলিশদের। ১৬ রানের মধ্যে মিডল অর্ডারের ৩ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়েছে স্বাগতিকরা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।