ভনকে ‘নির্বোধ’ বললেন আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৮

আদিল রশিদকে কেন টেস্ট দলে নেয়া হলো- এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। নির্বাচকদের তীব্র সমালোচনাও করেন তিনি। এরই জবাবে উল্টো আদিল রশিদের তোপের মুখে পড়লেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ককে ‘নির্বোধ’ বলতেও ছাড়েননি স্পিনার আদিল রশিদ। একই সঙ্গে জানিয়ে দিলেন, ‘ভনের কথায় কিছু এসে যায় না।’

লেগ স্পিনার রশিদকে ভারতের বিরুদ্ধে টেস্ট দলে রাখা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে সবচেয়ে সরব ছিলেন মাইকেল ভন। রশিদকে দলে ফেরানোর সিদ্ধান্তকে হাস্যকর বলে আখ্যা দিয়ে নির্বাচকদের তুমুল সমালোচনা করেন। রশিদকে নিয়ে বিতর্কের কারণ তিনি নিজেই জানিয়েছিলেন রশিদ, ‘শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলতে চান।’ চলতি মৌসুমের জন্য কাউন্টি দল ইয়র্কশায়ারের সঙ্গে শুধু সাদা বলের চুক্তিই করেছেন তিনি। ভন প্রশ্ন তোলেন, যে ক্রিকেটার নিজেই টেস্ট বা চার দিনের ম্যাচে খেলতে চান না, তাকে কী করে টেস্ট দলে রাখা হল?

তবে জবাব দিতে গিয়ে রশিদ বলে দিলেন, ভনের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও মানেই হয় না। রশিদ বলেন, ‘উনি (ভন) অনেক কথাই বলে যেতে পারেন। তার ধারণা, মানুষ হয়তো তার কথা শুনছে। আসলে কিন্তু উনি কী বলছেন, তাতে অনেকেরই কোনও আগ্রহ নেই। তার মন্তব্য কারও কাছেই গুরুত্বপূর্ণ নয়।’ সঙ্গে তিনি এটাও যোগ করেন, ‘আমি যখন বছরের শুরুতে বললাম, লাল বলের ক্রিকেট খেলব না, তখনও উনি কিছু একটা টুইট করেছিলেন। বরাবরই বিতর্কিত হতে চান উনি এবং নির্বোধের মতো মন্তব্য করে চলেন।’

ইংল্যান্ডের হয়ে ১০ টেস্টে ৩৮ উইকেট নিয়েছেন রশিদ। এবারে ইংল্যান্ডের গরমে স্পিনাররা ভেল্কি দেখাতে পারেন ভেবেই তাকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাখা হয়েছে। তবে রশিদের কাউন্টি ইয়র্কশায়ারের প্রধান নির্বাহী মার্ক আর্থার জানিয়েছেন, তিনি বেশ অবাকই হয়েছেন যে, ইয়র্কশায়ারের হয়ে লাল বলে খেলতে না চাওয়ার পরও ইংল্যান্ড রশিদকে টেস্ট দলে নিয়েছে। জবাবে রশিদ বলেছেন, ‘আমি অন্যায় কিছু করিনি।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।