প্রধান কোচ থেকে প্রধান নির্বাচক ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৭ জুলাই ২০১৮

বল টেম্পারিং বিতর্কে তিন ক্রিকেটারের শাস্তির পর অস্ট্রেলিয়ার তখনকার কোচ ড্যারেন লেহম্যান সরে দাঁড়িয়েছিলেন প্রধান কোচের পদ থেকে। ফলে বাধ্য হয়েই নতুন কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আর এবার সেই নতুন প্রধান কোচের ঘাড়ে দেয়া হলো আরো একটি দায়িত্ব। সেটি হলো অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রধান নির্বাচকের দায়িত্ব। মার্ক ওয়াহ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর শুক্রবার তার জায়গায় ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে সিএ।

যার ফলে এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন জনে। জাতীয় নির্বাচক ট্রেভর হনস ও জাতীয় প্রতিভা অন্বেষণের দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেলও কাজ করবেন ল্যাঙ্গারের সাথে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হলেও, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও সহ-নির্বাচক হিসেবে থাকবেন ল্যাঙ্গার।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।