ম্যাচের আগে গায়ানায় বৃষ্টির হানা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৫ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন গায়ানার কন্ডিশন ও উইকেট অনেকটা বাংলাদেশের মতোই। সাকিবের কথা রাখতেই যেনো বাংলাদেশের মতোই উইন্ডিজেও হানা দিল বৃষ্টি।

বাংলাদেশ সময় মধ্যরাত সাড়ে বারোটায় ম্যাচ শুরুর আগে রাত নয়টা থেকেই গায়ানায় শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। কখনো বাড়ছে বৃষ্টির বেগ, কখনো বাতাসের সাথে কেটে যাচ্ছে মেঘ। ফলে এক অনিশ্চয়তার মধ্যেই রয়েছে গায়ানায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেটি।

এর সাথে মাথাব্যথার কারণ হিসেবে রয়েছে গায়ানার আবহাওয়ার পূর্বাভাস। যেখানে দেখা যাচ্ছে ম্যাচের সময় বজ্রপাতসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের আশেপাশে। তবে এনিয়ে খুব একটা চিন্তিত নয় মাঠকর্মীরা। প্রথম ওয়ানডের মতো ঝিরিঝিরি বৃষ্টি দিয়েই এবারেও শেষ হয়ে যাবে বলে তাদের বিশ্বাস।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৪৮ রানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করেছেন দলের তারকা অলরাউন্ডার সাকিব। তবে বৃষ্টির কারণে ম্যাচে বড়সড় বাঁধা আসলে হয়তো আজই সিরিজ জেতা হবে না টাইগারদের।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।