রাহুল দ্রাবিড়ের জানা-অজানা পঁচিশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৫ জুলাই ২০১৮

সম্প্রতি পঁচিশ বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র। নিজেদের রজত জয়ন্তী উদযাপনে নানান আয়োজনে পাঠকদের মাতিয়ে রেখেছে তারা।

তারই অংশ হিসেবে নামী দামি তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করেছে ‘ঝটপট প্রশ্ন, চটপট উত্তর’। এই আয়োজনে কয়েকদিন আগে ছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এবার পাওয়া গেল ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।

দ্রাবিড় জানিয়েছেন নিজের জীবন বোধ, ক্রিকেটীয় ক্যারিয়ার ও পছন্দ-অপছন্দের নানান তথ্য। জাগো নিউজের পাঠকদের সুবিধার্থে বাংলায় অনুবাদ করে দেয়া হল সাক্ষাৎকারটি।

প্রশ্ন : ক্রিকেটার বা ক্রিকেটের সাথে জড়িত না থাকলে কি করতেন?
দ্রাবিড় : আমার ব্যবসায় শিক্ষায় উচ্চতর ডিগ্রি আছে। হয়তো এই সেক্টরেই কিছু করতাম।

প্রশ্ন : অন্য কোন ক্রিকেটারের কাছ থেকে কোন বিশেষত্ব ধার নেয়ার হলে কি নিতেন?
দ্রাবিড় : ব্রায়ান লারার বিচক্ষণতা। আমি তার বিচারবুদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতার বড় ভক্ত।

প্রশ্ন : ইতিহাসের কোন বোলার যার বিরুদ্ধে খেলতে চান?
দ্রাবিড় : মাইকেল হোল্ডিং, জেওফ থমসন। আরো কয়েকজন আছে। তবে অবশ্যই হেলমেট ছাড়া নয়।

প্রশ্ন : ক্রিকেটের বাইরে অন্য কোনো খেলার শিরোপা জেতার ইচ্ছা?
দ্রাবিড় : খুব সম্ভবত অলিম্পিকের স্বর্ণপদক।

প্রশ্ন : অ্যাডিলেইডে ২৩৩, কলকাতায় ১৮০, জ্যামাইকায় ৮১- কোনটা বেছে নিবেন?
দ্রাবিড় : তিনটা ইনিংসই পরিস্থিতি বিবেচনায় দুর্দান্ত ছিল। একটা বেছে নেয়া কঠিন। তবে জ্যামাইকার ৮১ রান নিয়ে আলোচনা খুব কম হয়। আমি এটিই বেছে নিবো।

প্রশ্ন : নিজের জন্য কোন ডাকনাম দিতে চান নিজে?
দ্রাবিড় : রাহুল।

প্রশ্ন : অতীতের কোন ব্যাটসম্যানের সাথে জুটি গড়ার ইচ্ছা?
দ্রাবিড় : সুনীল গাভাস্কার ও গুন্দাপ্পা বিশ্বনাথ। তারাই আমার আদর্শ।

প্রশ্ন : আপনার আত্মজীবনী লিখলে সেটার নাম কি হবে?
দ্রাবিড় : এখনো লিখিনি। লিখলে বলতে পারবো।

প্রশ্ন : জীবনের আপনার আদর্শ কারা?
দ্রাবিড় : আমি অনেকসময় অনেকের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। তবে আমার পিতা-মাতাই মূলত সবকিছুর মূল।

প্রশ্ন : ক্রিকেট মাঠে কোন কুসংস্কার মান্য করতেন?
দ্রাবিড় : আমি খুব একটা সংস্কারবাদী নই। তবে সবসময় ডান পায়ের প্যাড আগে পরতাম। এটা মূলত একটা অভ্যাস বলা যায়।

প্রশ্ন : আপনার পড়া সবচেয়ে ভালো বই?
দ্রাবিড় : সবচেয়ে ভালো বলবো না। তবে আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে রিচার্ড বাকের লেখা ‘জোনাথান লিভিংস্টোন সিগাল (Jonathon Livingstone Seagull)’ বইটি।

প্রশ্ন : পরিবারের সাথে ছুটি কাটানোর প্রিয় জায়গা?
দ্রাবিড় : আমরা বনে-জঙ্গলে ঘুরে বেড়াতে পছন্দ করি।

প্রশ্ন : জীবনের বাকি সময়ের জন্য যদি একটি মাত্র খাবার বেছে নিতে হয় তবে সেটি কি হবে?
দ্রাবিড় : চকলেট। তবে এটি শরীরের ক্ষতি করবে না এমন শর্তে।

প্রশ্ন : কোন সতীর্থের সাথে কোন মজা বা দুষ্টামি করার ইচ্ছা?
দ্রাবিড় : ভেঙ্কাটেশ প্রসাদ।

প্রশ্ন : আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কোন শিরোনাম?
দ্রাবিড় : ‘সেইন্ট জোসেফকে শিরোপা জেতালেন দ্রাবিড়’। একজন স্কুলবালকের জন্য পত্রিকায় পাতায় বড় অক্ষরে নাম ছাপা হওয়া বিশেষ কিছুই।

প্রশ্ন : বর্তমান সময়ের কোন পেসারের বিপক্ষে খেলতে আপনার সমস্যা হবে বলে মনে করেন?
দ্রাবিড় : কাগিসো রাবাদা ও ভুবনেশ্বর কুমার।

প্রশ্ন : অবসরের পর কোন জিনিসটা সবচেয়ে ভালো মনে হচ্ছে?
দ্রাবিড় : এখন আর পেসারদের গতি ও বাউন্সের বিপক্ষে নামতে হয় না (হাসি)।

প্রশ্ন : কোন দৈবশক্তি পেলে সেটি কি চান?
দ্রাবিড় : সুপারম্যানের মতো ক্ষমতা।

প্রশ্ন : ক্রিকেটের বাইরে কোন ক্রীড়াবিদকে বেশি পছন্দ ও দেখা করতে চান?
দ্রাবিড় : রজার ফেদেরার।

প্রশ্ন : মাঠে বসে খেলা দেখার জন্য আপনার প্রিয় মাঠ কোনটি?
দ্রাবিড় : অস্ট্রেলিয়ার সব স্টেডিয়ামই সুন্দর। তবে আমি লর্ডসকেই বেছে নিব।

প্রশ্ন : কোন গায়ক বা ব্যান্ডের গান সরাসরি দেখার ইচ্ছা?
দ্রাবিড় : বব ডিলান বা স্প্রিংসটিন।

প্রশ্ন : আপনার জীবন বাজি রেখে ব্যাট করতে হলে কাকে বেছে নিবেন?
দ্রাবিড় : শচীন টেন্ডুলকার।

প্রশ্ন : কোন হ্যাশট্যাগে নিজেকে বন্দী করলে সেটি কি হবে?
দ্রাবিড় : সহজ-সরল।

প্রশ্ন : ক্যারিয়ারে সবচেয়ে মজার স্লেজিং কোনটি শুনেছেন?
দ্রাবিড় : কলকাতায় এক টেস্টে আমাকে তিনে নামানো হয়েছিল। পরের ইনিংসেই পাঠানো হয় ছয়ে। তখন প্রতিপক্ষের একজন বলছিল যে সিরিজ শেষ হতে হতে আমাকে বারো নম্বরে নামানো হবে।

প্রশ্ন : আপনাকে নিয়ে সিনেমা হলে প্রধান চরিত্রে কাকে দেখতে চান?
দ্রাবিড় : আমির খান।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।