বাংলাদেশ যুবদলের নতুন কোচ নাভিদ নাওয়াজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৭ জুলাই ২০১৮

জাতীয় দলের পাশাপাশি যুবদলের হেড কোচ নিয়েও ছিল সংশয়। মাঝে স্থানীয় দুই কোচ মিজানুর রহমান বাবুল ও আবদুল করিম জুয়েল পরপর দুই যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেন। অবশেষে এবার দীর্ঘমেয়াদে যুবদলের জন্য বিদেশি কোচ নিয়োগ পেলেন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মর নতুন হেড কোচ হয়েছেন শ্রীলঙ্কার নাভিদ নাওয়াজ।

শ্রীলঙ্কার হয়ে একটিমাত্র টেস্ট খেলেছেন নাভিদ নাওয়াজ। সেই টেস্টটিও খেলেছেন বাংলাদেশেরই বিপক্ষে ২০০২ সালে। ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত সময়ে তিনটি ওয়ানডেও খেলেছেন লঙ্কান এই বাঁ-হাতি। তবে তার প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৪৪ বছর বয়সী নাভিদ ২০০৫ সালে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কোচিং ক্যারিয়ার শুরু করেন।

সর্বশেষ ২০০৯ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পান নাভিদ। এর আগে একই বছর শ্রীলঙ্কা নারী দলের উপদেষ্টা কোচ হিসেবে মনোনীত হন।

যতদূর জানা গেছে, তার মনোনয়ন চূড়ান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া আরও শোনা গেছে, তিনি যুবদলের পাশাপাশি একাডেমির কোচের দায়িত্বও পালন করতে পারেন।

এআরবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।