আজ মধ্যরাতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৪ এএম, ১৬ জুলাই ২০১৮

স্ত্রী সুমির অসুস্থতাজনিত অনিশ্চয়তা কেটে গেছে। মাশরাফি বিন মর্তুজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন, ১৬ জুলাই রাতে দেশ ছাড়বেন-প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশিত হয়েছিল কদিন আগেই। জাগো নিউজের পাঠকরা জেনে আশ্বস্ত ছিলেন যে, সব কিছু ঠিক থাকলে মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ যাবেন।

সর্বশেষ খবর, আজ মধ্যরাতে এমিরাটস এয়ারলাইন্সের ফ্লাইটে জ্যামাইকার উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফ্লাইট। জ্যামাইকা যাওয়ার আগে দীর্ঘ বিমান ভ্রমণে মাশরাফির প্রথম গন্তব্য ইতালির মিলান। দুবাই থেকে সাড়ে ছয় ঘন্টার ভ্রমণ শেষে মিলান পৌঁছে দুই ঘন্টার যাত্রা বিরতি। তারপর মিলান থেকে নিউইয়র্ক, সাড়ে আট ঘন্টার লম্বা জার্নি।

আগামীকাল রাত্রিটা মাশরাফির নিউইয়র্কেই কাটবে, পরদিন নিউইয়র্ক থেকে সরাসরি জ্যামাইকার ফ্লাইট। টেস্ট সিরিজ শেষে যারা মাশরাফির সাথে ওয়ানডে দলে যোগ দেবেন, সেই এনামুল হক বিজয়-মোস্তাফিজুর রহমানরা তিনদিন আগেই চলে গেছেন। ওয়ানডে অধিনায়কের দেরি মূলত স্ত্রীর অসুস্থতার কারণেই।

প্রসঙ্গত, মাশরাফির স্ত্রী সুমি প্রায় দুই সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগেছেন। ব্লাড টেস্টে জ্বরের কারণও বেরিয়ে এসেছে। রক্তে এক ধরণের ব্যাকটেরিয়া ধরা পড়েছে। সেই ব্যাকটেরিয়া প্রতিরোধ তথা জ্বর নিবারণে ১০টি ইনজেকশন পুশ করার কথা বলেছিলেন চিকিৎসকরা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রেখে সেই ইনজেকশন পুশ করা হয়েছে।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, গত বুধবার রাতে হাসপাতাল থেকে বাসায় এসেছেন তার স্ত্রী। ১৫ জুলাই রোববার পর্যন্ত বাকি ইনজেকশন বাসায়ই দেয়া হয়েছে। স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মাশরাফি।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।