তামিমের সাথে ‘ঝটপট প্রশ্ন, চটপট উত্তর’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ জুলাই ২০১৮

সম্প্রতি পঁচিশ বছর পূর্ণ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। নিজেদের ২৫তম জন্মদিন উপলক্ষে নানান আয়োজনে তাদের পাঠকদের মাতিয়ে রেখেছে ওয়েবসাইটটি

এরই অংশ হিসেবে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের সাথে ক্রিকইনফো আয়োজন করেছে ২৫টি প্রশ্নের এক ‘ঝটপট প্রশ্ন, চটপট উত্তর’ পর্বের। খুবই সাধারণ কিন্তু মজাদার এই প্রশ্নোত্তর পর্বে তামিম জানিয়েছেন নিজের ব্যাপারে অনেক তথ্য। কথা বলেছেন নিজের ক্রিকেট দর্শন নিয়েও। জাগো নিউজের পাঠকদের জন্য সেই প্রশ্নোত্তর পর্ব নিচে তুলে ধরা হলো-

প্রশ্ন : চট্টগ্রামে লাঞ্চ করার জন্য প্রিয় রেস্টুরেন্ট?
তামিম : দম ফুঁক (তামিমের ভাইয়ের রেস্টুরেন্ট)

প্রশ্ন : যে কোন ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতে আপনি কি রাখবেন?
তামিম : মিউজিক

প্রশ্ন : আপনার রান্না করা সবচেয়ে মজার খাবার কোনটি?
তামিম : স্মু্দিস (Smoothies)

প্রশ্ন : নিত্য দিনের অনুশীলনে সবচেয়ে অপছন্দের জিনিস কোনটা?
তামিম : ওয়ার্ম আপস

প্রশ্ন : বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কে সবসময় ফোনে তাকিয়ে থাকে?
তামিম : সবাই!

প্রশ্ন : বাংলাদেশে পাড়ার ক্রিকেটের সবচেয়ে কমন নিয়ম কোনটা?
তামিম : আপনি যদি বাইরে ছক্কা মারেন তাহলে আউট, শুধুমাত্র সোজা ছক্কা মারতে পারবেন।

প্রশ্ন : এমন কোন ব্যক্তি যার সাথে দেখা করতে মুখিয়ে আছেন?
তামিম : ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার ফেদেরার!

প্রশ্ন : টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় দুই বলের মাঝে কি করেন?
তামিম : প্রতিবার নতুন করে শুরু করি। আশেপাশে তাকাই, কোন বিল্ডিং বা অন্যকিছু দেখি এরপর আবার মনোযোগ দেই।

প্রশ্ন : আপনাকে নিয়ে মুভি হলে, আপনার চরিত্রে কাকে দেখতে পছন্দ করবেন?
তামিম : সালমান খান

প্রশ্ন : যারা ক্রিকেট বুঝে না, তাদের ক্রিকেট বোঝাতে আপনি কি করেন?
তামিম : আমি যদি আমেরিকায় থাকি, তাহলে ক্রিকেটকে বেসবলের সাথে মেলানোর চেষ্টা করি এবং তাদের জন্য ব্যাপারটা আরো কঠিন করে ফেলি।

প্রশ্ন : আউট হওয়ার সবচেয়ে বিরক্তিকর উপায় কোনটি?
তামিম : রান আউট

প্রশ্ন : আপনাকে যদি একটা সুপারপাওয়ার দেয়া হতো, তাহলে আপনি সেটা দিয়ে কি করতেন?
তামিম : প্রতি বলে ছক্কা মারতাম!

প্রশ্ন : ছক্কা মারার প্রথম শর্ত কি?
তামিম : শতভাগ নিশ্চিত থাকতে হবে যে আপনি এই বলে ছক্কা মারবেন।

প্রশ্ন : আপনার ক্যারিয়ারের সেরা ছক্কা কোনটি?
তামিম : সেই বিখ্যাত ছক্কা যেটি আমি জহির খানকে মেরেছিলাম ২০০৭ সালে।

প্রশ্ন : আপনার পছন্দের ছুটি কাটানোর স্থান?
তামিম : লন্ডন

প্রশ্ন : ক্যারিয়ার শেষে কোন রেকর্ডটা আপনি নিজের করে রাখতে চান?
তামিম : বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।

প্রশ্ন : বাংলাদেশি বিরিয়ানির পরে কোন দেশের বিরিয়ানি বেশি সেরা?
তামিম : ভারত

প্রশ্ন : আপনার ফোনের কোন অ্যাপটা বেশি ব্যবহার করেন?
তামিম : হোয়াটসঅ্যাপ

প্রশ্ন : কখনো কি নিজের পরিচয় গোপন রেখে বাইরে ঘোরাফেরা করেছেন?
তামিম : হ্যাঁ! কেউ যদি এসে জিজ্ঞেস করে আপনি তামিম ইকবাল? আমি বলি, ‘না’। তখন তারা বলে আমি তামিমের মতো

প্রশ্ন : নদীতে কি মাশরাফিকে সাঁতার প্রতিযোগিতায় হারাতে পারবেন?
তামিম : কখনোই না!

প্রশ্ন : ব্যাটিং শুরুর সময় কোন গান শুনতে পছন্দ করবেন?
তামিম : আমি তেমন গান শুনি না। ব্যাটিংয়ের সময় আমি খুবই নার্ভাস থাকি। বিশেষ করে প্রথম বলে। প্রথম বল খেলার পরে আমি স্বাভাবিক ব্যাটিং করা শুরু করি।

প্রশ্ন : ব্যাটসম্যানরা বোলারদের চেয়ে ঠাণ্ডা থাকে কিভাবে?
তামিম : সম্ভবত তারা (ব্যাটসম্যান) বেশি সেন্সিবল।

প্রশ্ন : আপনি যখন টিভিতে খেলা দেখেন, তখন স্টাম্প মাইকে কার গলা শুনতে পছন্দ করেন?
তামিম : মহেন্দ্র সিং ধোনি

প্রশ্ন : আপনি ডায়েট শুরু করার পর কোন খাবারটা লুকিয়ে লুকিয়ে খেয়েছেন?
তামিম : চিকেন রোস্ট।

প্রশ্ন : ক্যাচ ড্রপ হওয়ার পর বাংলাদেশি কোন বোলারের অভিব্যক্তি অনুকরণ করতে পারেন?
তামিম : ক্যাচ ড্রপ হওয়া নয়, ক্যাচ আকাশে ওঠার সময় তাসকিনের অভিব্যক্তি নকল করতে পারি। বল আকাশে উঠতেই সে দুই হাত জোর করে প্রার্থনা শুরু করে। ক্রিকেটের প্রতি অনেক বেশি প্যাশনেট তাসকিন। তাই সে নিজের কোন উইকেট নষ্ট হোক চায় না। এটা আমার খুবই মজা লাগে।

এসএএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।