আড়াই দিনেই হেরে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৮

প্রথম ইনিংসের ব্যর্থতাকে হার মানাল দ্বিতীয় ইনিংস। প্রায় তিন দিন হাতে রেখে ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র আড়াই দিনের মধ্যেই ২৭৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল স্বাগতিক শ্রীলংকা।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১১১ রান করেছিল শ্রীলংকা। লিড ছিল ২৭২ রানের। তৃতীয় দিন সকালে আর মাত্র ৭৯ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় লংকানরা। অলআউট হয় ১৯০ রানে। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫২ রানের।

প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান করুনারাত্নে এই ইনিংসেও খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। এছাড়া ম্যাথুজ ৩৫ ও লাকমল করেন ৩৩ রান। কেশভ মহারাজ ৪, কাগিসো রাবাদা ৩ ও ডেল স্টেইন নেন ১ উইকেট। রাবাদা ছুঁয়ে ফেলেন ক্যারিয়ার ১৫০ উইকেট। স্টেইন বসেন দক্ষিণ আফ্রিকার পক্ষে শন পলকের নেয়া ৪২১ উইকেটের রেকর্ড।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই লংকানদের দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার স্পিন ঘুর্ণিতে ঘুরতে থাকেন দক্ষিণ আফ্রিকানরা। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট নেন পেরেরা। সবমিলিয়ে ৬ উইকেট দখল করেন পেরেরা।

যোগ্য সঙ্গ দেন বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি নেন তিনটি উইকেট। শেষ উইকেট নিয়ে ম্যাচের সমাপ্তি টানেন বাঁহাতি চায়নাম্যান লাকশান সান্দাকান। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ৭৩ রানে। গত ৪৭ বছরের মধ্যে এটিই তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।