জ্যামাইকা টেস্টে দ্বিতীয় দিনে খেলতে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৩ জুলাই ২০১৮

প্রথম দিনটা কেটেছে মোটামুটি। বোলাররা আশা দেখালেও ক্যারিবীয় দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট আর সিমরন হেটমেয়ারের দৃঢ়তায় প্রশস্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে দ্বিতীয় দিনে আরও ভালো কিছু করে দেখানোর প্রত্যয় নিয়ে নেমেছে টাইগাররা।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেটও তুলে নিয়েছিল সফরকারিরা। তবে পরের দুই সেশনে হতাশ হতে হয়েছে। ব্রেথওয়েটের ১১০ রানের সঙ্গে সিমরন হেটমেয়ারের হার না মানা ৮৪-তে ৪ উইকেটেই ২৯৫ রান তুলে প্রথম দিন শেষ করে ক্যারিবীয়রা।

প্রথম দিনে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৯০ রান খরচায় এই অফস্পিনারের শিকার ৩ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।