কুলদ্বীপের ৬ উইকেটে ২৬৮ রানে থামল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ জুলাই ২০১৮

ওয়ানডে ক্রিকেটে তিনশো ছাড়ানো স্কোর ডাল ভাত বানিয়ে ফেলেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে তাদের এই ধারাবাহিক আধিপত্যে হানা দিলেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব। যার ফলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২৬৮ রানেই অলআউট হয়েছে ইংলিশরা।

ভারতের পক্ষে ওয়ানডে সিরিজে চতুর্থ সেরা বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। নটিংহামের ট্রেন্টব্রীজে এটিই যেকোন বোলারের সেরা বোলিং ফিগার। এছাড়া ২টি উইকেট নেন উমেশ যাদব।

অথচ ব্যাটিংয়ের শুরুটা ৩০০ ছাড়ানো সংগ্রহের মতোই করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে মাত্র ১০ ওভারেই ৭৩ রান যোগ করেন এই দুজন। তখনই হাজির হন কুলদ্বীপ। একাধারে ফিরিয়ে দেন ইংল্যান্ডের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে।

জেসন রয় ও বেয়ারস্টো উভয়ের ব্যাট থেকেই আসে ৩৮ রান। মিডলঅর্ডারে বেন স্টোকস ও জশ বাটলারের হাফসেঞ্চুরিতে ভর করে মূলত আড়াইশো পেরুনো সংগ্রহ পায় ইংল্যান্ড। বাটলার ৫৩ ও স্টোকস করেন ৫০ রান। এছাড়া মঈন আলি ২৪ ও আদিল রশিদ খেলেন ২২ রানের ইনিংস।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।