জ্যামাইকা টেস্টে ভালো শুরুর আশায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১২ জুলাই ২০১৮

টেস্ট পাঁচদিনের খেলা, ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। তবে অপেক্ষাকৃত দুর্বল দলের জন্য বিদেশের মাটিতে ঘুরে দাঁড়ানো কঠিনই। অ্যান্টিগায় প্রথম টেস্টে বাজে শুরুর পর যেমন কিছুতেই আর নিজেদের ফিরে পায়নি বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে সেই ভুলটা আর করতে চান না দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ভালো শুরুটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আগের টেস্টে শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারানো বাংলাদেশ আর নিজেদের গুছিয়ে নিতে পারেনি কিছুতেই। প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও কোনোমতে ১৪৪ রান পর্যন্ত যেতে পারে টাইগাররা।

এবার আর সেই ভুল করতে চান না সাকিব। আজ থেকে শুরু টেস্টে ব্যাটিং বা বোলিং যা-ই আগে করা হোক, শুরুটা ভালোভাবে করতে চান বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, 'আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা কতটা ভালো শুরু করতে পারছি, সেটি হবে খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং আগে করি বা বোলিং, শুরুটা খুব ভালো করতে হবে আমাদের। এরপর গতিটা ধরে রাখতে হবে। পাঁচ দিনের ম্যাচ। আমাদের নিশ্চিত করতে হবে যেন বেশিরভাগ সেশন আমরা জিততে পারি। সেটা পারলেই একমাত্র আমরা ম্যাচ জিততে পারি।'

বিদেশের মাটিতে বাউন্সি উইকেটে অনভ্যস্তার কারণেই অ্যান্টিগা টেস্টে বড় লজ্জায় পড়েছে বাংলাদেশ। তবে ওই টেস্টে যেভাবে খেলেছে টাইগাররা, সেটা কিছুতেই মেনে নেয়ার মতো নয়। সাকিবও ব্যর্থতা স্বীকার করছেন, তবে এখন তার চোখ শুধুই পরের টেস্টের দিকে, 'প্রথম টেস্টটা খুবই হতাশার ছিল। আমরা জানতাম কাজটা কঠিন হবে। তবে যেভাবে আমরা খেলেছি, সেটা ছিল গড়পড়তারও নিচে। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। এই মূহুর্তে ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। যদিও আমরা আগের ম্যাচে ভালো করিনি। তবে এটি নতুন দিন, নতুন ম্যাচ। এই ম্যাচে ভালো করতে আমরা মুখিয়ে আছি।'

দেখা যাক, মাঠে নিজেদের কতটা প্রমাণ করতে পারেন সাকিব-তামিম-মুশফিকরা।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।