আফ্রিদি ফাউন্ডেশনে সালমান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৯ জুলাই ২০১৮

কানাডায় হওয়া বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বর্তমানে খেলার জন্য অবস্থান করছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তবে ক্রিকেট খেলার পাশাপাশি অন্য কাজেও বেশ ব্যস্ত সময় পাড় করছেন পাকিস্তানি এই ক্রিকেটার।

‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের’ অর্থ যোগাতে নেমে পড়েছেন তিনি। আর সেখানে বসেই তার সঙ্গে দেখা হলো বলিউড সুপারস্টার সালমান খানের। আফ্রিদির সঙ্গে একটা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই কিছুক্ষণ তারা ব্যয় করেন ফাউন্ডেশনের নানা দিক নিয়ে আলোচনা করে।

afridi-2

কানাডাতে খেলতে এসে উত্তর আমেরিকা শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রচারণা চালাচ্ছেন আফ্রিদি। ‘হোপ নট আউট’ স্লোগান নিয়ে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন এই অলরাউন্ডার।

গেল মে মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আফ্রিদি ফাউন্ডেশনে অর্থ দান করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি হিরালি ক্লিনটনও আফ্রিদি ফাউন্ডেশন নিয়ে পৃথক বার্তা এবং শুভকামনা জানিয়েছেন।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।