ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৪ জুলাই ২০১৮

নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে সাকিব আল হাসানের দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ।

বাংলাদেশকে নাকাল করতে ঘাসের পিচ প্রস্তুত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই প্রথমে টাইগারদের ব্যাটিংয়েও পাঠিয়েছে তারা।

২০১১ সালের পর আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগারদের কোচ হিসেবে অভিষেক হচ্ছে স্টিভ রোডসেরও।

এই সিরিজে ১-০ ব্যবধানে হারলেও টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে চলে যাবে বাংলাদেশ। তবে ড্র হলে র‌্যাংকিংয়ে আটেই থাকবে টাইগাররা। ২-০ ব্যবধানে জিতলেও অবস্থান পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বেড়ে সাত নাম্বারে থাকা পাকিস্তানের অনেকটাই কাছে চলে যাবে সাকিবের দল।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।