পাকিস্তানকে ১০ ওভারেই হারিয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ জুলাই ২০১৮

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে তারাই উড়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যারন ফিঞ্চ ঝড়ে মাত্র ১০.৫ ওভারেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

হারারেতে টসে হেরে ব্যাট করতে নেমে বিলি স্ট্যানলেক ও অ্যান্ড্রু টাইয়ের পেস তোপে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নেন স্ট্যানলেক। টাই নেন ৩ উইকেট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শাদাব খান। এছাড়া আসিফ আলি ২২ ও ফাহিম আশরাফ করেন ২১ রান।

১১৭ রান তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের টর্ণেডো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট ও ১০.৫ ওভার খরচ করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কার মারে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। এছাড়া ডি’আরকি শর্ট ১৫ ও ট্রাভিস হেড করেন ২০ রান।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।