ডাবলিনে সালমা-রুমানাদের জন্য পাপনের নৈশভোজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০১ জুলাই ২০১৮

সাম্প্রতিক সময়ে রীতিমতো উড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট। এক মাসের ব্যবধানে নারী এশিয়া কাপের শিরোপা জেতা ও আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছেন সালমা-রুমানারা। এশিয়া কাপ জিতে দেশে ফেরার পর বিসিবি থেকে সংবর্ধনা পেয়েছেন নারী ক্রিকেটাররা।

বর্তমানে নারী বিশ্ব টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ড সিরিজ খেলার উদ্দেশ্যে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। আইসিসির বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

রোববার আয়ারল্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামছে বাংলাদেশ দল। তার আগে বিসিবি সভাপতি নিজ খরচে নারী দলের ক্রিকেটারদের এক নৈশভোজে নিয়েছেন। যেখানে সালমা-রুমানাদের সিরিজ জয়ের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি সভাপতি, শুভকামনা জানিয়েছেন শেষ ম্যাচের জন্য।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ডাবলিনে সিরিজের তৃতীয় ম্যাচের টস হয়ে গিয়েছে। টসে হেরে আইরিশ অধিনায়কের আমন্ত্রণে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ নারী দল।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।