এশিয়া কাপ জয়ে নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৫ জুন ২০১৮

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১০ জুন মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত নারীদের সপ্তম এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে পরাজিত করে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্রিকেটে বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছে। এজন্য তাদের মন্ত্রিসভা অভিনন্দিত করেছে।’

আরএমএম/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।