দুইদিনেই শেষ আফগানিস্তানের অভিষেক টেস্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৫ জুন ২০১৮

অনেক প্রতীক্ষার অভিষেক টেস্টটা দুঃস্বপ্নের মতো কাটলো আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্টটি মাত্র দুইদিনেই হেরে গেছে ক্রিকেটের নবীশ দলটি। পরাজয়ের ব্যবধানটাও চোখে পড়ার মতো, এক ইনিংস এবং ২৬২ রানের।

উপমহাদেশের মাটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো দল মাত্র দুইদিনেই টেস্ট হারলো। এর আগে ২০০২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শারজাহতে দুইদিনেই হেরেছিল পাকিস্তান। দুই ইনিংসে তারা অলআউট হয়েছিল ৫৯ এবং ৫৩ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩১০ রান।

বিজ্ঞাপন

ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলে আফগানদের মাথার উপর বড়সড় বোঝাই চাপিয়ে দেয় ভারত। টেস্ট ফরমেটটা যে কত কঠিন, সেটা হারে হারেই টের পেয়েছে আসঘর স্ট্যানিকজাইয়ের দল। একদিনে তারা অলআউট হয়েছে দুইবার।

প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের (৪/২৭) তোপে ২৭.৫ ওভারেই ১০৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। দলের পক্ষে কেউ ত্রিশের কোটাও ছুঁতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৪ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩৬৫ রানে পিছিয়ে থাকা সফরকারিদের ফলোঅনে পাঠাতে দ্বিতীয়বার ভাবেনি ভারত। এবারও কোনোমতে একশর গন্ডি পেরোয় আফগানিস্তান। দলের পক্ষে একমাত্র হাসমতউল্লাহ শহীদিই যা একটু লড়েছেন। ৮৮ বল মোকাবেলায় ৬ বাউন্ডারিতে ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া অধিনায়ক স্ট্যানিকজাই করেন ২৫ রান।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে ৪টি উইকেট নিয়েছেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ৩টি উইকেট শিকার পেসার উমেশ যাদবের।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।