২১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ১৭ বছর বয়সী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৩ জুন ২০১৮

১৯৯৭ সালে মুম্বাইয়ের মাঠে যখন ২২৯ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক, তখন নিউজিল্যান্ড নারী দলের ক্রিকেট অ্যামেলিয়া কারের বাবা-মা হয়তো অ্যামেলিয়ার জন্ম পরিকল্পনাও করেনি। কেননা অ্যামেলিয়ার জন্মই যে ২০০০ সালের অক্টোবরে! সেই অ্যামেলিয়াই বুধবার ১৭ বছর বয়সে ভেঙে দিলেন ২১ বছরের পুরনো এক রেকর্ড।

বুধবার আইরিশ মেয়েদের বিপক্ষে ১৪৫ বলে ৩১ চার এবং ২ ছক্কার মারে ২৩২* রানের ইনিংস খেলেছেন অ্যামেলিয়া। অ্যামেলিয়ার ডাবল সেঞ্চুরিতে ভর করে টানা তৃতীয় ৪০০ ছাড়িয়েছে নিউজিল্যান্ডের সংগ্রহ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪০ রান করেছে কিউই মেয়েরা।  

এর আগে নারী ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেলিন্ডা ক্লার্কের দখলে। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২১ বছর কেটে গেলেও আর কেউই ডাবল সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে মাত্র ১৭ বছর বয়সে ২১ বছরের আক্ষেপ ঘোচালেন কিউই অলরাউন্ডার এবং উদ্বোধনী ব্যাটসম্যান অ্যামেলিয়া কার। 

নারী ক্রিকেট সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: 

অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)- ২৩২* বনাম আয়ারল্যান্ড (২০১৮)

বেলিন্ডা ক্লার্ড (অস্ট্রেলিয়া) - ২২৯* বনাম ডেনমার্ক (১৯৯৭)

দীপ্তি শর্মা (ভারত) - ১৮৮ বনাম আয়ারল্যান্ড (২০১৭) 

চামারি আতাপাত্তু (শ্রীলংকা) - ১৭৮* বনাম অস্ট্রেলিয়া (২০১৭)

চারলত্তে এডওয়ার্ডস (ইংল্যান্ড) - ১৭৩* বনাম আয়ারল্যান্ড (১৯৯৭) 

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।