বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৭ জুন ২০১৮

প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় আছে বাংলাদেশ। আজকে ম্যাচটি হেরে গেলে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

এমন চাপের সমীকরণ মাথায় নিয়ে দেরাদুনে খেলতে নেমেছে বাংলাদেশ। সম্মান বাঁচানোর ম্যাচে দলে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন রুবেল হোসেন, সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেন। তাদের বদলে একাদশে সুযোগ মিলেছে আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ আর আরিফুল হকের।

এদিকে আফগান দলেও এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন শাপুর জাদরান। তার বদলে একাদশে এসেছেন আফতাব আলম।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আসঘর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, করিমন জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।