আমরা স্লেজিং থামাবো না: অস্ট্রেলিয়ান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৭ জুন ২০১৮

শৃঙ্খলার নামে নতুন নতুন সব নিয়ম এবং শাস্তির বেড়াজালে খেলোয়াড়দের আটকে রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। স্লেজিংয়ের মাত্রা একটু বেশি হলেই খেলোয়াড়দের পেতে হচ্ছে জরিমানা, সাথে যোগ হচ্ছে ডিমেরিট পয়েন্ট। যা পরে রুপ নেয় ম্যাচ নিষেধাজ্ঞায়। তবু এতোকিছুর পরেও স্লেজিং থামানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।

স্লেজিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে বিশেষ সমাদৃত অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। কিন্তু স্লেজিংয়ের বিরুদ্ধে চলমান দমন নীতির কারণে অজিদের স্লেজিং শিল্প অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল। তবে আগামী দিনগুলোয় আর চুপসে থাকবে না অস্ট্রেলিয়া এমনটাই জানিয়েছে দলটি কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অধিনায়ক টিম পেইন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেইন বলে, ‘নিশ্চিতভাবেই আমরা মাঠে নিশ্চুপ থাকব না। আমরা অনবরত কথা বলতেই থাকবো এবং আমাদের প্রতিপক্ষের উপর বাড়তি চাপ প্রয়োগ করতে থাকবো। যেমনটা আমরা সাধারণত করে থাকি। তবে স্লেজিংয়ের মধ্যে আপত্তিকর কিছু থাকবে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি কোনটা ঠিক, কোনটা ভুল। তাই এটা খুবই স্বাভাবিক। তবে আমি এটাও জানি যে স্ট্যাম্প মাইকের কল্যাণে আপনারা মাঠের বাইরে বসেও আমাদের কথা শুনতে পারবেন। তাই এটা আমার এবং জাস্টিনের (ল্যাঙ্গার) দায়িত্ব যে, যাতে করে মাঠের স্লেজিং কখনো উগ্র গালাগালিতে রূপ না নেয়। আমি অধিনায়ক এবং জাস্টিন কোচ থাকা অবস্থায় উগ্রতা কখনোই মেনে নেয়া হবে না।’

এসময় পেইনের সুরে কথা বলে অজি কোচ ল্যাঙ্গারও। তার মতে ক্রিকেট মাঠে স্লেজিং না থাকলে ক্রিকেটের আসল রূপ পাওয়া সম্ভব না। তবে স্লেজিং এবং গালাগালিকে এক করতে নিষেধ করে দেন তিনি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।