দেশের প্রেসিডেন্টের পরই আমার অবস্থান : রশিদ খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩১ মে ২০১৮

বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খান। তার দেশ আফগানিস্তান ছাড়াও সারা বিশ্বজুড়েই ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের জনপ্রিয়তা আকাশচুম্বী। নিজ দেশে তার এই জনপ্রিয়তা দেশের প্রেসিডেন্টের ঠিক পরেই বলে মনে করেন রশিদ।

সদ্য সমাপ্ত আইপিএলে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রশিদ। তার এমন পারফরম্যান্সের পর সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা মেতে ওঠেন রশিদ বন্দনায়। ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তাকে আখ্যায়িত করেন বিশ্বের সেরা টি-টোয়েন্টি স্পিনার হিসেবে।

শচীনের এমন প্রশংসার পর পুরো আফগানিস্তানেই এক জোয়ার বয়ে যায় বলে উল্লেখ করেন রশিদ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘আমি তখন বাসে, আমার এক বন্ধু আমাকে সেই টুইটের (শচীনের টুইট) স্ক্রিনশট দেখায়। আমি তখন এক কথায় নির্বাক হয়ে যাই। আমি এর প্রতিউত্তরও দিতে পারছিলাম না। আফগানিস্তানের সবাই এই টুইট দেখেছে। শচীনের মতো কারো কাছ থেকে এমন প্রশংসা অনেক বেশি অনুপ্রেরণা দেয়।’

এসময় রশিদ জানান আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় তিনিই। তার মতে, ‘এখনো পর্যন্ত আমি যতদূর জানি, দেশের প্রেসিডেন্টের পর আমিই সম্ভবত দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এটি আমাকে ভালো খেলার অনুপ্রেরণা দেয়।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।