ডারউইন লিগে খেলতে নামছেন ওয়ার্নার-বেনক্রফট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৯ মে ২০১৮

বল টেম্পারিং কান্ডে অস্ট্রেলিয়া দলে নিষিদ্ধ আছেন ডেভিড ওয়ার্নার আর ক্যামেরুন বেনক্রফট। আগামী জুলাইয়ে তারা ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ডারউইন স্ট্রাইক লিগে খেলবেন কলঙ্কিত এই দুই ক্রিকেটার।

বেনক্রফট পুরো টুর্নামেন্টটিই খেলবেন, তবে ওয়ার্নার খেলবেন মাত্র দুটি ওয়ানডে। ২১ এবং ২২ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়া বল টেম্পারিং কান্ডে ১২ মাসের নিষেধাজ্ঞায় আছেন ওয়ার্নার। বেনক্রফট নিষিদ্ধ নয় মাসের জন্য। তাদের কাউকেই আন্তর্জাতিক কিংবা শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলতে পারবেন।

অনেকটা দিন মাঠের বাইরে। মাঠে নামতে যেন তর সইছে না ওয়ার্নারের। অস্ট্রেলিয়া দলের সাবেক সহ-অধিনায়ক বলেন, 'আমি সত্যিই জুলাইয়ে স্ট্রাইক লিগে খেলার জন্য মুখিয়ে আছি। চলতি মাসে ডারউইনে যাওয়ার পর আমি এই প্রতিযোগিতা সম্পর্কে অনেক শুনেছি। আমি এর অংশ হতে চাই।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।