ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ হাস্যকর : রুট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ মে ২০১৮

ইংল্যান্ডের মাথার উপর বিষম চাপ। লর্ডসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের বড় হার। এরই মধ্যে আবার নতুন অভিযোগ, ভারতের বিপক্ষে একটি টেস্টে নাকি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়। এই বিষয়ে দলের অধিনায়ক জো রুট কি ভাবছেন? ইংলিশ দলপতি বলছেন, তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ রীতিমতো হাস্যকর।

রুট জানিয়েছেন, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে তাদের অভয় দেয়া হয়েছে এসব নিয়ে যেন দুশ্চিন্তা না করেন খেলোয়াড়রা। পুরো বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘যা বলা হচ্ছে, তা শক্তভাবে প্রত্যাখান করছি। সত্যি বলতে এটা বেশ হাস্যকর। আমরা যে এক দল খেলোয়াড় পেয়েছি, তাদের দেখভাল করার জন্য তো লোক আছে। এটা (ফিক্সিং) খুঁজে বের করবে আইসিসি।’

ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেলিসও অভিযোগ শুনে স্তম্ভিত। এদিকে, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘খেলোয়াড়দের সন্দেহ করার মতো কোনো কিছুই আমরা দেখিনি। যে তথ্য পাওয়া গেছে, ইংল্যান্ডের সব খেলোয়াড়ের সঙ্গে সেটা আলোচনা হয়েছে। তারা শক্তভাবেই এমন অভিযোগ প্রত্যাখান করেছে, সুনিশ্চিতভাবে বলেছে এসব মিথ্যা। তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।