রশিদ বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৬ মে ২০১৮

শুক্রবার আফগান তরুণ রশিদ খানের অবিশ্বাস্য পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। সাধারণত লেগস্পিনার হিসেবে পরিচিত হলেও এদিন ব্যাটিং এবং ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন রশিদ। কিপটে বোলিংয়ে ৩ উইকেট ছাড়াও ব্যাট হাতে ৩৪ রানের ক্যামিও এবং ফিল্ডিংয়ে নেমে ৩টি ক্যাচের পাশাপাশি ১টি রানআউট করেন রশিদ।

মূলত একা হাতেই কলকাতাকে হারিয়ে দেন রশিদ। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণের এমন পারফরম্যান্সে তাক লেগেছে সারা ক্রিকেট বিশ্বে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রশিদ বন্দনায় মেতেছেন সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ১৯ বছর বয়সী এই তরুণকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি স্পিনার হিসেবে আখ্যা দেন। তিনি লিখেন, ‘সবসময় ভাবতাম রশিদ খান একজন ভালো স্পিনার। তবে এখন থেকে আমার আর বলতে দ্বিধা নেই যে টি-টোয়েন্টিতে রশিদই বিশ্বের সেরা স্পিনার। এছাড়া মনে রাখবেন তার কিন্তু ব্যাট হাতেও যথেষ্ট প্রতিভা রয়েছে। অসাধারণ একজন ক্রীড়াবিদ।’

অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন লিখেন, ‘একজন লেগস্পিনার হিসেবে বিভিন্ন ধরনের লেগস্পিনারকে পরখ করে দেখতে সবসময় ভাল লাগে আমার। তবে রশিদ খানের মতো স্পিনাররা সবসময় আমাকে গর্বিত অনুভব করায়। তারা বড় ম্যাচের চাপ খুব সহজভাবেই কাটাতে পারে।’

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মতে আইপিএলের ইতিহাসে অমরত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছেন রশিদ। তিনি লিখেন, ‘আমার মতে রশিদ খান এই বছরে রশিদ খান লাসিথ মালিঙ্গা এবং সুনিল নারিনের মতো আইপিএল বোলারদের শ্রেষ্ঠত্বে পৌঁছে গেছে। আমার মনে হয় রশিদ হয়তো আজকে (শুক্রবার) চাইলে নতুন কোন গ্রহ বা নক্ষত্রও আবিষ্কার করে ফেলতে পারবে।’

রশিদ খান নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করছেন বলে মন্তব্য করেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। তিনি লিখেন, ‘রশিদ খান নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দামী ক্রিকেটারে পরিণত করছেন। কয়েকজন হয়তো তার কাছাকাছিই আছে।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেন, ‘দশ ওভার শেষে কলকাতার রান ছিল ২ উইকেটে ৯৩ রান। সহজেই জয় দেখছিল তারা। ঠিক তখনই ম্যাচটা পুরো ঘুরিয়ে দেন রশিদ। অসাধারণ স্পেল। এছাড়া ব্যাট হাতেও মাত্র ১০ বলে ৩৪ রানের ইনিংস। বিশেষ একজন খেলোয়াড় রশিদ।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।