লর্ডসে ব্যাটিংয়েও দাপট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৫ মে ২০১৮

লর্ডস টেস্টে ঘরের মাঠের সুবিধাটা একেবারেই নিতে পারছে না ইংল্যান্ড। টসটাই শুধু তাদের পক্ষে ছিল। কিন্তু শুরুতে ব্যাটিং নিয়েও প্রথম ইনিংসে বলার মতো পুঁজি গড়তে পারেনি জো রুটের দল। পাকিস্তানী বোলারদের তোপে তাদের ইনিংস গুটিয়ে যায় ১৮৪ রানেই। এবার বল হাতেও ঘাম ঝরছে ইংলিশদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলার সময় পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।

আজহার আলী হাফসেঞ্চুরি পেয়েছেন। কাটায় কাটায় ৫০ করে অবশ্য তিনি জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। তবে হাফসেঞ্চুরি তুলে সামনে এগিয়ে যাচ্ছেন আসাদ শফিক। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন বাবর আজমও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শফিক ৫২ রানে এবং বাবর আজম ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে, ২১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ইনিংসটা ৩৯ রান পর্যন্ত টেনে নিতে পেরেছেন হারিস সোহেল। তাকে জনি বেয়ারস্টোর ক্যাচ বানান মার্ক উড। আর প্রথম দিন ৪ রান করেই সাজঘরে ফেরত গিয়েছিলেন ইমাম-উল-হক।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।