গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিনেমা হলে কেকেআর!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৩ মে ২০১৮

আইপিএলে চলতি আসরের মাঝপথে মনে হচ্ছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। তবে নিজেদের পারফরম্যান্সের জোড়ে তৃতীয় হয়েই প্লে’অফের টিকিট পায় শাহরুখ খানের দল। প্লে’অফের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে নিজেদেরকে চাঙা করতে স্থানীয় একটি সিনেমা হলে গিয়ে ‘ডেডপুল-২’ মুভি দেখে এসেছেন কলকাতার খেলোয়াড়রা।

দীর্ঘ টুর্নামেন্টের ফাঁকে ফাঁকে খেলোয়াড়দের মনোবল চাঙা করতে এবং একঘেয়েমিতা কাটাতে মুভি দেখা বা কোথাও ঘুরতে যাওয়ার রেওয়াজটা বেশ পুরনো। আইপিএলের চলতি আসরেও টুর্নামেন্টের মাঝামাঝিতে একসাথে ‘অ্যাভেঞ্জার্স-ইনফিনিটি ওয়ার’ দেখেছেন দিনেশ কার্তিক, সুনিল নারিনরা। আর এবার গুরুত্বপূর্ণ এলিমিনেটর-১ ম্যাচের আগে ডেডপুল-২ দেখে এলেন তারা।

KKR-2

বুধবার নিজেদের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এলিমিনেটর ম্যাচটিতে জিতলে তারা ফাইনালের পথে এগিয়ে যাবে এক ধাপ। পরে কোয়ালিফায়ার-২ ম্যাচে খেলতে হবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তবে এই ম্যাচে হেরে গেলেই পঞ্চম দল হয়ে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

প্রথম পর্বে নিজেদের সপ্তম ম্যাচের আগে অ্যাভেঞ্জার্স দেখেছিল কেকেআরের খেলোয়াড়রা। পরে মাঠে নেমে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। এই ধারাবাহিকতা বজায় থাকলে রাজস্থানের বিপক্ষে নেতিবাচক কিছুই অপেক্ষা করছে কলকাতার সামনে।

বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায় কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে কলকাতা এবং রাজস্থানের জন্য মহা গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচটি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।