টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২০ মে ২০১৮

শুরুও হার দিয়ে শেষও হার দিয়ে। পুরুষ ক্রিকেট দলের মত নারী ক্রিকেট দলও দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো। আগেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকার নারী দল। এবার শেষ ম্যাচটাও নিজেদের করে নিল প্রোটিয়া নারীরা। শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২৩ রানে হেরেছে রোমানা-কুবরারা।

বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৯ ওভারে। ব্লুমফন্টেইনের ওভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ব্যক্তিগত ৯ রানের ভেতরেই লুজেলে লিকে ফেরান বাংলাদেশের অধিনায়ক। ওয়ান ডাউনে নামা সুনে লুসকেও ফেরান তিনি। কিন্তু তৃতীয় উইকেট জুটিতেই ম্যাচ জয়ের ভিত পায় তারা।

তাজমিন এবং ভ্যান নিয়েকার্কের ব্যাটিং নৈপূণ্যে নয় ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা নারী দল। ওপেনিংয়ে নেমে তাজমিন বিটস ইনিংস সেরা ২৯ রান করেন। ভ্যান নিয়েকার্ক করেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান। বাংলাদেশের পক্ষে দুই ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সালমা খাতুন। অন্য একটি উইকেট নেন রুমানা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মুরশিদা খাতুন এক রানে আউট হন। ফারজানা ৩, রুমানা ৬ এবং নিগার সুলতানা ৩ রান করে আউট হলে ঘোরতর বিপদে পড়ে বাংলাদেশ। চার নাম্বারে নেমে ফাহিমার ১০ রান করলে সেটি কেবল ব্যবধানই কমায়।

ওপেনিংয়ে নেমে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে শামীমা সুলতানা। ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১ রান করে ২৩ রানের পরাজয় বরণ করে নিতে হয় সালমাদের। ফলে ওয়ানডের মত টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের শিকার হলো বাংলাদেশ নারী দল।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।