২০২১ পর্যন্ত ম্যান সিটিতে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৯ মে ২০১৮

২০০৮ সালে বার্সেলোনায় কোচিং ক্যারিয়ার শুরু করার পর কোথাও তিন বছরের বেশি থাকেননি পেপ গার্দিওলা। বার্সা, বায়ার্ন ঘুরে এসে ম্যানচেস্টার সিটিতে থিতু হয়েছেন ২০১৬ সালে। সিটিজেনদের হয়ে প্রথম মৌসুমে কিছু জিততে না পারলেও প্রিমিয়ার লীগে নিজের দ্বিতীয় মৌসুমে বাজিমাত করেছেন ৪৭ বছর বয়সী এই স্প্যানিশ। ম্যানচেস্টার সিটিতে ক্লাবটিকে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লীগ জিতিয়েছেন পেপ যেখানে নগর প্রতিদ্বিন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্টের ব্যাবধানে এগিয়ে ছিলো ম্যানচেস্টার সিটি। সেই সাথে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে লীগ কাপও জিতে নিয়েছেন সাবেক এ বার্সা কোচ। সাফল্যমণ্ডিত এক মৌসুম শেষে সিটিজেনদের সাথে তাই চুক্তি বাড়িয়ে ২০২১ পর্যন্ত নিলেন তিনি।

চুক্তি বাড়ানোর পর ম্যানচেস্টারের এই ক্লাবটিকে নিয়ে প্রত্যয় লক্ষ্য করা যায় গার্দিওলার কণ্ঠে। তিনি বলেন, ‘আমি খুবই খুশি এবং আনন্দিত এখানে কাজ করতে পেরে। আমি আমার খেলোয়াড়দের সাথে কাজ করতে প্রতিদিনই উপভোগ করি এবং আসন্ন বছরগুলোতে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। এজন্য একজন ম্যানেজার হিসেবে আপনার খেলোয়াড়দের সাথে ভালো অনুভব করতে হবে এবং আমি এখানে তাই করছি।’

পুরো সিজনটিই দুর্দান্ত কেটেছে সিটিজেনদের। রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লীগ জেতার পাশাপাশি পুরো মৌসুমে ম্যানচেস্টার সিটি করেছে ১০৬টি। গার্দিওলা বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের ইচ্ছা নিয়ে কাজ করবো দলটিকে আরো ভালো করে তোলার জন্য এবং প্রতিদিন আমি এটাই করে যাওয়ার চেষ্টা করবো। আমাদের একটি তরুণ স্কোয়াড রয়েছে যাদের গড় বয়স ২৩। আমি এদের নিয়েই সামনে এগিয়ে যেতে চাই এবং এই সিজনের পারফর্মেন্সটা ধরে রাখতে চাই।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।