টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাট করছে রাজস্থান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৯ মে ২০১৮

জয় ছাড়া কোন পথ নেই দু’দলের সামনে। এমন বাচা-মরার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ জয়পুরে তাদের রাজস্থানের বিপক্ষে মাঠে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে।

টুর্নামেন্টের শেষের দিকে এসে টানা জয়ে প্লে-অফ সম্ভাবনা উজ্জ্বল করেছে কোহলির ব্যাঙ্গালুরু। শেষ ম্যাচেও তারা জিতেছে শীর্ষ দল সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে। অন্যদিকে রাজস্থানও উত্থান পতনের ভেতর দিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে। দু’দলেরই শেষ ম্যাচে তাই জয় দরকার কোহলি ও রাহানে দু’জনেরই।

রাজস্থান রয়্যালসঃ রাহুল ত্রিপাথি, আজিঙ্কা রাহানে, সানজু স্যামসন, হেনরিখ ক্লাসেন, গৌথাম, শ্রেয়াস গোপাল, স্টুয়ার্ট বিনি, জোফরা আর্চার, বেন লাফলিন, ইশ সোদি, জয়দেব উনাদকাত,

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ পার্থিব পাটেল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, কলিন দে গ্র্যান্ডোহোম, মান্দিপ সিং, সরফরাজ খান, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, চাহাল

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।