আগামী মাসেই কানাডায় টি-টোয়েন্টি খেলবেন স্মিথ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৮ মে ২০১৮

বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে আগামী মাসেই দেখা যেতে পারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। কানাডার টরেন্টোতে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী আসরে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। গত সপ্তাহে আইসিসি স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরুন বেনক্রফটকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়ায় মাঠে নামতে আর বাধা নেই তাদের।

জানা গেছে, যদি স্মিথ কানাডায় খেলতে রাজি হন, তবে তাকে অনুমতি দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একইভাবে খেলার অনুমতি পাবেন বাকি দুই ক্রিকেটার ওয়ার্নার আর বেনক্রফট। স্মিথের সহকারী ওয়ার্নার ইতোমধ্যেই সিডনি-ভিত্তিক ক্রিকেট ক্লাব রেন্ডইউক পিটারশামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বেনক্রফটও ওয়েলিটনে প্রিমিয়ার ক্রিকেট কম্পিটিশনে অংশ নেয়ার অনুমতি পেয়েছেন।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য গত ফেব্রুয়ারিতেই আইসিসির অনুমোদন পায় ছয়টি দল। দলগুলো হলো-ক্যারিবীয়ান অলস্টারস, টরেন্টো ন্যাশনালস, মনট্রিল টাইগারস, ওটায়া রয়্যালস, ভ্যানকভার নাইট এবং উইনিপ্যাগ হকস।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।