আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড থাম্পির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ মে ২০১৮

আইপিএলের ইতিহাসে লজ্জার এক রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার বাসিল থাম্পি। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছেন তিনি, পাননি কোনো উইকেটও। আইপিএলে কোনো বোলারের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড এখন এটিই।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ভুবনেশ্বর কুমারের জায়গায় খেলতে নেমেছিলেন থাম্পি। তার করা চার ওভারে রান এসেছে- ১৯, ১৮, ১৪, ১৯। ইকোনমি রেটটা দেখলে থাম্পি নিজেও নিশ্চয়ই লজ্জা পাবেন, ১৭.৫০।

এর আগে আইপিএলে চার ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড ছিল আরেক ভারতীয় পেসার ইশান্ত শর্মার। ২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬৬ রান খরচায়ও উইকেটের দেখা পাননি হায়দারবাদের হয়ে খেলা এই পেসার।

এই তালিকায় পরের তিনটি নামও ভারতীয় পেসারদের। ২০১৩ সালে ব্যাঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৬৫ রান দিয়েছিলেন উমেশ যাদব, উইকেট পাননি। ২০১৪ সালে হায়দরাবাদের বিপক্ষে ৬৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের সন্দ্বীপ শর্মা। ২০১২ সালে চেন্নাইয়ের বিপক্ষে দিল্লির বরুণ অ্যারন চার ওভারে খরচ করেছিলেন ৬৩ রান। তিনি অবশ্য ২টি উইকেট পেয়েছিলেন।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।