পেইনকে আর অধিনায়ক দেখতে চান না ওয়ার্ন!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৮ মে ২০১৮

গত মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্কের পর ঝড় বয়ে যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। ব্যাপক অদল-বদল করা হয় অজিদের ‘লিডারশিপ’ গ্রুপে। তারই অংশ হিসেবে প্রায় ৭ বছরের বিরতির পর ওয়ানডে দলে ফিরেই অধিনায়কত্ব পেয়ে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। একইসাথে টেস্ট দলেও নিষিদ্ধ স্টিভ স্মিথের দায়িত্ব পান পেইন।

টালমাটাল অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকায় দারুণভাবে দলকে সামলান পেইন। তবু এই উইকেটরক্ষক অধিনায়কের প্রতি ভরসা করতে পারছেন না অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তার মতে উইকেটরক্ষকরা সাধারণত সহ-অধিনায়ক হিসেবে দুর্দান্ত হয়, অধিনায়ক হিসেবে তাদের করার থাকে অল্পই। তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড শীঘ্রই নতুন দীর্ঘমেয়াদি অধিনায়ক খোঁজার পরামর্শ দেন এই স্পিনার।

অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল ফক্স স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘আমার মনে হয় না (টিম) পেইন দীর্ঘমেয়াদে অধিনায়ক থাকার মতো খেলোয়াড়। হ্যা! সে তার এই সংক্ষিপ্ত সময়ের অধিনায়কত্ব দুর্দান্ত করেছে। তবে আমাদের এখন ভবিষ্যত নিয়ে ভাবা উচিৎ। তিন ফরমেটের জন্য আমাদের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গার আছেন। আশা করি শীঘ্রই টেস্ট এবং ওয়ানডের জন্য আলাদা দুইজন নিয়োগ দেয়া হবে। এছাড়াও তিন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে খেলার সময় এসেছে আমাদের।’

উইকেটরক্ষক অধিনায়কদের প্রতি ভরসা করতে না পারার কারণ হিসেবে জাতীয় দলের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের উদাহরণ টানেন ওয়ার্ন। ফক্স স্পোর্টসে একসাথেই কর্মরত আছেন ওয়ার্ন এবং গিলক্রিস্ট। সাবেক এই উইকেটরক্ষকের সামনেই ওয়ার্ন বলেন, ‘আমি গিলির (গিলক্রিস্ট) সামনেই বলে দিচ্ছি উইকেটরক্ষকরা কখনোই ভালো অধিনায়ক হয় না। তবে তারা দুর্দান্ত সহ-অধিনায়ক হতে পারে। মাঠের মধ্যে অধিনায়ককে যথাযথ পরামর্শ দেয়া সহ ফিল্ডিং সাজানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন উইকেটরক্ষক।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।