বাংলাদেশকে ফেবারিট বলছেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৭ মে ২০১৮

ভারতের দেরাদুনে আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। র‌্যাংকিং বলছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা। তবে টাইগার দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিশ্বাস, আসন্ন সিরিজে ফেবারিট তকমা গায়ে চড়িয়ে নামবে বাংলাদেশই।

দেরাদুনে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ৫, ৭ এবং ৯ জুন। এখন পর্যন্ত এই সিরিজের জন্য দল ঘোষণা হয়নি। কাঁধের চোটের কারণে মিরাজ ওই সিরিজে খেলতে পারবেন কিনা, সেটাও নিশ্চিত নয়। তবে তিনি ভীষণ আশাবাদী, সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠতে পারবেন।

আফগানিস্তান সিরিজে দলে থাকার সম্ভাবনা নিয়ে এই অলরাউন্ডার বলছিলেন, ‘ইনজুরি নিয়ে যে বিষয়ে ভয় পাচ্ছিলাম, তা আর নেই। সার্জারি লাগবে কিনা, ভয় পাচ্ছিলাম। আশা করি, লাগবে না। চেষ্টা করছি শতভাগ ফিট হতে। চেষ্টা করছি। মারিও, বায়েজীদ ভাই খুব হেল্প করেছে। দেবাশীষ স্যারও হেল্প করেছেন। আশা করি ঠিক সময়েই সুস্থ হয়ে যাবো।‘

দিন কয়েক আগে মুশফিকুর রহিম বলছিলেন, বাংলাদেশের বিপক্ষে ফেবারিট থাকবে আফগানিস্তান। কারণ তাদের দলে আছে টি-টোয়েন্টির সেরা দুই স্পিনার-রশিদ খান আর মুজিব উর রহমান। তবে মিরাজ ভাবছেন অন্যরকম। তার মতে, অভিজ্ঞতাই এগিয়ে রাখবে টাইগারদের।

আফগান স্পিনারদের সঙ্গে বাংলাদেশের স্পিনারদের তুলনা করে মিরাজ বলেন, ‘আফগানিস্তানের দুইজন স্পিনার খুব ভালো। তবে আমাদের সাকিব ভাইয়ের মতো অভিজ্ঞ স্পিনার আছে। রিয়াদ ভাইও প্রয়োজনমতো বল করতে পারেন। সব মিলিয়ে আমাদের স্পিনারদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, এটাই আমাদের এগিয়ে রাখবে।’

রশিদ খান এখন টি-টোয়েন্টির এক নাম্বার স্পিনার। তবে সাকিব আল হাসান এখন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন রশিদের সঙ্গে। বিপিএল খেলার সুবাদে রশিদকে কম-বেশি চেনেন বাংলাদেশের বাকি খেলোয়াড়রাও। আফগান এই লেগস্পিনারকে খেলতে সমস্যা হওয়ার তেমন কারণ তাই দেখছেন না মিরাজ, ‘আসলে সাকিব ভাই আইপিএল খেলেন, ডমিনেট করে খেলেন। এটা আমাদের জন্য সুবিধা তৈরি করে দিবে। রশিদ আমাদের দেশে খেলেছে। ওকে তাই ব্যাটসম্যানরা খেলেছে। আমরা যদি যার যার শক্তি অনুসারে খেলি, মনে হয় না কোনো সমস্যা হবে।’

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।