আয়ারল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ধুঁকছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৫ মে ২০১৮

ঐতিহাসিক টেস্টে পাকিস্তানের সামনে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অভিষিক্ত আয়ারল্যান্ড। ফলো-অনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয়েছে আইরিশরা। ফলে জিততে হলে পাকিস্তানের করতে হবে ১৬০ রান। লক্ষ্যটা ছোট হলেও বেশ বিপদেই আছে এশিয়ার পরাশক্তিরা। ১৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে সরফরাজ আহমেদের দল।

চতুর্থ দিনে ৩ উইকেট হাতে রেখে ১৩৯ রানের লিড নিয়ে দিনশেষ করে আয়ারল্যান্ড। শেষ দিনে আর মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয়ে যায় তারা। আগের দিনের সেঞ্চুরিয়ান কেভিন ও’ব্রায়েন শেষ দিনে করতে পারেননি কোনো রান। ফলে বেশি দূর যেতে পারেনি স্বাগতিক আয়ারল্যান্ড।

শেষদিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন কেভিন। ৩৪৪ মিনিটের সংগ্রামী ইনিংস ১১৮ রান করেন তিনি। তাকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান ম্যাচে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আব্বাস। পরে বয়েড র্যানকিন এবং টাইরন কেনের উইকেট নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৪ উইকেট দখল করেন আব্বাস।

এর আগে প্রথম ইনিংসেও ৪ উইকেট নেন আব্বাস। দুই ইনিংস মিলে ১১০ রান নিয়ে ৯ উইকেট নেন তিনি। এটিই তার টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে সেরা বোলিং। আব্বাসের ৫ উইকেট ছাড়াও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আমির ৩টি এবং শাদাব খান নেন ১টি উইকেট।

রান তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার আজহার আলিকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন প্রথম ইনিংসে আইরিশদের সেরা বোলার টিম মুরতাগ। এরপর ৭ রান করে রেনকিনের শিকার হারিস সোহেল। ১ রানে আসাদ শফিক মুরতাগের দ্বিতীয় শিকার হলে বেশ বিপদেই পড়ে গেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ৩ উইকেটে ১৯ রান করেছে তারা।

এসএএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।