বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৪ মে ২০১৮

পাঞ্জাবের মাঠে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টসে হেরে আগে ব্যাট করতে নামবে স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে জিতলেই প্লে’অফ নিশ্চিত হয়ে যাবে পাঞ্জাবের, অন্যদিকে হারলেই শেষ হয়ে যাবে ব্যাঙ্গালুরুর প্লে’অফে খেলার আশা।

এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে স্বাগতিক পাঞ্জাব। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৪ জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে ব্যাঙ্গালুরু। প্লে’অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয় ব্যতীত অন্য কোন পথ খোলা নেই বিরাট কোহলির দলের সামনে।

বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের একাদশে কোন পরিবর্তন আনেনি ব্যাঙ্গালুরু। অন্যদিকে ইনজুরির কারণে ১টি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাঞ্জাব। আফগানিস্তানের তরুণ অফস্পিনার মুজিব উর রহমানের বদলে একাদশে এসেছেন মার্কাস স্টোইনিস।

পাঞ্জাব একাদশঃ লোকেশ রাহুল, ক্রিস গেইল, করুন নায়ার, মায়াঙ্ক আগারওয়াল, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা এবং বারিন্দার স্রান।

ব্যাঙ্গালুরু একাদশঃ পার্থিব প্যাটেল, মইন আলি, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মানদ্বীপ সিং, সরফরাজ খান, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, ইয়ুজভেন্দ্র চাহাল এবং মোহাম্মদ সিরাজ।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।