শুরু হলো টাইগারদের প্রাথমিক প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৩ মে ২০১৮

লম্বা একটা বিরতি, অবশেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হয়ে গেলো। আগামী মাসের শুরুতেই ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই সিরিজের জন্য শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রাথমিক ক্যাম্প।

দুই সিরিজকে সামনে রেখে আগেই ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৩১ জনকে নিয়েই আজ সকাল সাড়ে ৯টায় লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্বাবধানে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের প্রাথমিক অনুশীলন।

তবে এই ৩১ জনের দলে নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং তিন ফরম্যাটের অপরিহার্য্য পেসার মোস্তাফিজুর রহমান। তারা দু’জনই আইপিএল খেলতে এখন রয়েছেন ভারতে। বাকি ২৯ জনের প্রায় সবাই অংশ নিচ্ছেন এই কাম্পে। প্রথম দিন অন্য কোনো কার্যক্রম নেই। শুধুমাত্র ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে কিছুক্ষণ ফিটনেস ট্রেনিং হবে টাইগারদের। শুরুতেই ক্রিকেটারদের ফিটনেস ঠিক করার দিকেই নজর দেবেন ট্রেনার ভিল্লাভারায়ন।

দু’মাস আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় টাইগারদের সর্বশেষ মিশনটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের (নিদাহাস ট্রফি)। এরপর আবার সেই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতীয় দলের অন্যতম স্তম্ভ মুশফিকুর রহীম মনে করেন, এটা তাদের জন্য ভালই হলো। তার কথা, ‘টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু করাটা ভাল।’

এদিকে আবার ক্যাম্প শুরুর সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ দল এখনো হেড কোচশূন্য। নিকট ভবিষ্যতে কোন বিদেশি কোচ আসবেন কি না! তারও নিশ্চয়তা নেই। তাই ধরেই নেয়া হচ্ছে নিদাহাস ট্রফির মত কোর্টনি ওয়ালশই থাকবেন হেড কোচের ভূমিকায়। ক্যাম্পের প্রথম সাতদিন হবে ফিজিক্যাল ট্রেনিং। ঐ পর্ব পরিচালনায় থাকবেন ট্রেনার ভিল্লাভারায়ন। তারপর শুরু হবে ক্রিকেট বা স্কিল ট্রেনিং।

ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ক্রিকেটার হলেন
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইয়াসিন আরাফাত মিশু, নাইম হাসান।

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।