মোস্তাফিজকে বসিয়ে কাটিংকে কেন খেলাচ্ছে মুম্বাই : আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৯ মে ২০১৮

টানা দুই ম্যাচ জিতে এখনো কোয়ালিফাইয়ের আশা টিকিয়ে রেখেছে মুম্বাই। হাইভোল্টেজ ম্যাচে আজ (বুধবার) রাতে কলকাতার বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে রোহিত শর্মারা মাঠে নামার আগে তাদের একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। সাবেক এই ভারতীয় প্রশ্ন করেছে কাটিংকে একাদশে কোন ভূমিকায় খেলাচ্ছে মুম্বাই?

মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। তবে এরপর থেকে টাইগার পেসারকে বসিয়ে কাটিংকে একাদশে অন্তর্ভুক্ত করে মুম্বাই। কিন্তু একাদশে থেকেও নিজের ভূমিকা পালন করছেন না কাটিং। এমনটাই মনে করছেন আকাশ চোপড়া।

কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে তিনি বলেন, ‘মুম্বাই এখন যে কৌশলে খেলছে যদি এভাবেই চলতে থাকে তাহলে শীঘ্রই তারা বিপদে পরবে। তারা বেন কাটিংকে কেন খেলাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। যদি তাকে বোলিংয়ের জন্য খেলানো হয় তাহলে কেন তাকে দিয়ে তার কোটা পূর্ণ করছে না। আর যদি ব্যাটসম্যান হিসেবে খেলিয়ে থাকে তাহলে কেন তাকে উপরে ব্যাট করাচ্ছে না।’

আকাশ আরও মনে করেন, ‘মুম্বাই চাইলে তাদের বোলিংকে শক্ত করার জন্য মুস্তাফিজকে একাদশে রাখতে পারেন। যাতে করে ডেথ ওভারে বোলিং করার মত বোলার তারা পাচ্ছে।’

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।